স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : লেফুঙ্গা থানার দমদমিয়া এলাকায় ২১ বছর বয়সী অভিজিৎ সরকার নামে এক যুবকের বেঘোরে মৃত্যু। অভিজিৎ সরকার বিগত দুই বছর যাবত একই গ্রামের বিবাহিত এক মহিলর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল।
জানা যায় সেই বিবাহিত মহিলার সঙ্গে অভিজিতের নন্দননগরের একটি কালীবাড়িতে গোপনে বিয়ে হয়। তারপর বিবাহিত মহিলার স্বামী সন্তোষ চক্রবর্তী এবং তার মা বাবা সবাই জানে অভিজিতের সঙ্গে তার এই পরকীয়ার বিষয়টি। গত কিছুদিন আগে সেই মহিলা অভিজিৎকে তার বাড়িতে নিয়ে আসার জন্য চাপ দেয়, কিন্তু অভিজিৎ রাজি হয়নি। তারপর সেই গৃহবধু হুমকি দেয় যদি তাকে না নিয়ে আসে সেগুলি ভাইরাল করে দেবে। চাপ সহ্য করতে না পেরে অভিজিৎ সরকার চলতি মাসের ৫ তারিখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তী সময়ে জিবিতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত একটার সময় সে মারা যায়। সোমবার তার মৃতদেহ বাড়ির লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।