স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন :সাধারণ ডিগ্রী কলেজ এবং পেশাদার ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ নিয়ে ইউ জি সি -র গাইডলাইন মানা হচ্ছে না বলে অভিযোগ তুলে টি পি এস সি -র চেয়ারম্যানের কাছে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ডেপুটেশনের পর তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, টি.পি.এস.সি.-এর মাধ্যমে সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করেছে দপ্তর।
কিন্তু ইউ.জি.সি -এর নির্দেশিকা অনুসারে, সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে কোনও বয়সসীমা নেই। নির্ধারিত বয়স ৪০ রাখা হলে ত্রিপুরার অনেক এন.ই.টি এবং এস.এল.ই.টি, পি.এইচ.ডি যোগ্য প্রার্থীদের এই পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হবে। তবে ইউ জি সি নির্দেশিকা ভারতের বিভিন্ন রাজ্যে এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় অনুসরণ করা হয়। যেখানে সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কোনও বয়সসীমা নেই। ৪০ বছর অতিক্রমকারী অন্যান্যরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। চেয়ারম্যান জানিয়েছেন বিষয়টি সরকারের দৃষ্টিতে আনবেন।