স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : সোমবার দুপুরে রাজধানীর উজ্জয়ন্ত মার্কেটে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। দোকানের মালিকের নাম ভবতোষ সাহা।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বন্ধ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে অন্যান্য ব্যবসায়ীরা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে দোকানের শাটার ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দোকানের মালিকের।