স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : ২৩ জুন শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। প্রদেশ বিজেপি কার্যালয়ে বলিদান দিবস উদযাপন করা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠান শুরু হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন জনসংঘের প্রতিষ্ঠাতা। তাঁর দিশায় বর্তমানে দেশ এবং সরকার এগিয়ে চলেছে। তিনি বলতেন, প্রথমে অন্যায়ের প্রতিবাদ করো, তারপর প্রয়োজনে প্রতিরোধ করো, কিন্তু তারপরও যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও।
মুখ্যমন্ত্রী আর বলেন, দেশ স্বাধীন হওয়ার পর প্রথম যদি কোন ব্যক্তি বলিদান হয়ে থাকেন তাহলে সেটা হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আজ তিনি বেঁচে থাকলে দেশ কতটা এগিয়ে যেত সেটা কেউ ভাবতেও পারবে না। মুখ্যমন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে আরো বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জী শিখিয়ে দিয়ে গেছেন, শুধু রাজনীতি করলে হবে না। দেশকে এমন ভাবে তৈরি করে দিতে হবে যাতে পরবর্তী প্রজন্ম আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী আর বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জীকে সামনে রেখে আগামী দিনও সরকার পরিচালনা করা হবে। উনার প্রতি কার্যকর্তাদের আরও বেশি উৎসাহিত হতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।