স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুন : বাঁধের উপর দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা ও সংস্কারের কাজে গাফিলতির প্রতিবাদে কৈলাসহর দক্ষিণ কালিপুরের বাসিন্দারা রবিবার লক্ষীছড়া ব্রিজের উপর সড়ক অবরোধ করে। কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বহুদিন ধরে বাঁধ সংস্কারের নাম করে কেবল মাটি ফেলে রাখা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
বাঁধের উপর ফেলে রাখা মাটির স্তুপ রাস্তার উপরে উঁচু টিলা তৈরি করেছে। ফলে বাইসাইকেল, মোটর বাইক তো দূরের কথা—পায়ে হেঁটেও ঠিকমতো চলা যাচ্ছে না। এমনকি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পর্যন্ত কাঁধে করে বয়ে আনতে হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও যানবাহন ব্যবহার করা যাচ্ছে না, কারণ বাঁধের উপর দিয়ে কোনও গাড়ি চলাচল সম্ভব নয়। এলাকাবাসীর দাবি, প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই তারা এই অবরোধ কর্মসূচি নেন। ঘটনার খবর পেয়ে প্রথমে অবরোধস্থলে পৌঁছান কৈলাসহর থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন অবরোধ প্রত্যাহার করার জন্য বলে। আগাম কোন কিছু না জানিয়ে হঠাৎ করে অবৈধভাবে সড়ক অবরোধ করে জন দুর্ভোগ সৃষ্টি করা অনুচিত তাই অবরোধ প্রত্যাহার করতে বলেন থানার ওসি। তবে, বিক্ষোভকারীদের মধ্যে একজন যুবক মদমত্ত অবস্থায় ওসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পুলিশ সেই যুবককে গাড়ি করে থানায় নিয়ে যায়। অবশেষে ওসির তৎপরতায় অবরোধ প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। অবরোধের জেরে ব্রিজের দুই পাশে সৃষ্টি হয় যানজটের দীর্ঘ লাইন। যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক—সব ধরণের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ পথচারী, গাড়িচালক ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত। যাইহোক এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব বাঁধের উপর রাস্তা সংস্কার করে যানচলাচল স্বাভাবিক করা হোক। প্রশাসন এই দাবিকে কতটা গুরুত্ব দেয়, সেটাই এখন দেখার বিষয়।