স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : রাজনৈতিক হিংসায় খুন হওয়া পরিবারের মধ্যে চাকরি প্রদান করছে সরকার। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, রাজনৈতিক খুন সুষ্ঠু গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজনৈতিক খুন সরকারের চরম ব্যর্থতা এবং লজ্জা। বর্তমান সরকারের আগে যারা ছিল তাদের সময়ে অসংখ্য রাজনৈতিক খুন হয়েছে। যা বলে শেষ করা যাবে না।
বিধায়ক মধুসূদন সাহা, জাতীয় কংগ্রেস নেতা স্বপন দাস, দেবল দেব, আগরতলার দীপঙ্কর দেবনাথ, খোয়াইয়ের অতিশ চৌধুরী, জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান নৃপেন্দ্র দেবনাথ, মন্টু দাস, নিখিল দে, দীপক বিশ্বাস, দিলীপ সাহা, শ্যামল সেনগুপ্ত সহ শত শত রাজনৈতিক কর্মী খুন হয়েছে তৎকালীন সরকারের আমলে। এটা পূর্বতন সরকারের এটা চরম ব্যর্থতা এবং লজ্জা। ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টির সরকার যখন ক্ষমতায় আসে তখন রাজনৈতিক খুন হওয়া মানুষের পরিবারের জন্য স্কুটিনি কমিটি করা হয়। এই কমিটির চেয়ারম্যান করা হয় মন্ত্রী রতনলাল নাথকে। কমিটি সিদ্ধান্ত নেয় মৃতের পরিবারের জন্য চাকুরির ব্যবস্থা করা হবে।
এখন পর্যন্ত এই কমিটির মধ্যে ৩৯ টি পিটিশন জমা পড়েছে। এর মধ্যে ১৮ জনকে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া হয়েছে। ১৯ জুন দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সিদ্ধান্ত নেয় আরো আটটি সুপারিশের মধ্যে পাঁচটি পরিবারের জন্য চাকরির সুপারিশ করা হয়েছে অর্থ দপ্তরের কাছে। বাকিগুলি তদন্ত চলছে। মন্ত্রী বলেন, বর্তমান সরকার সুষ্ঠু গণতন্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সেটাই প্রমাণ করছে এই কাজের মাধ্যমে।