Wednesday, July 16, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ ট্রান্সফরমারের সংস্পর্শে এসে মৃত্যু গবাদি পশুর

বিদ্যুৎ ট্রান্সফরমারের সংস্পর্শে এসে মৃত্যু গবাদি পশুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন :রাস্তার পাশে মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে বিদ্যুৎ নিগম। যে ফাঁদে পড়ে প্রান হারালো এক গবাদি পশু। ঘটনা শনিবার সকালে নতুন বাজার অরবিন্দ কলোনী এলাকায়। জানা যায়, নতুন বাজার অরবিন্দ কলোনী এলাকায় সাধারণ জনগণের চলাচলের রাস্তার পাশেই বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। ট্রান্সফরমারের চারিদিকে কোন তারকাটা বেড়া কিংবা দেওয়াল নেই।

যার ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড়ো দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ বিদ্যুৎ নিগমের আধিকারিকদের খামখেয়ালিপনার দরুন এলাকার মানুষ এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। শনিবার সকালে একটি গবাদি পশু ঘাস খেতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংস্পর্শে গেলে বিদ্যুতের ছোবলে মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ ট্রান্সফরমারটি বিপদজনক অবস্থায় দীর্ঘদিন যাবৎ পড়ে থাকলেও বিদ্যুৎ নিগমের আধিকারিকরা এ ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। ফলে এলাকার বাসীর মধ্যে যে আতঙ্ক ছিল সেটা গবাদিপশুর উপর দিয়ে গেল। অথচ নীরব বিদ্যুৎ নিগম। বিদ্যুৎ নিগমের ভূমিকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়ে আছে এলাকাবাসীর মধ্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য