স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : কেন্দ্রীয় সরকারি নীতি আয়োগ ২০২০-২১ সবচেয়ে কম বাস্তবায়িত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলে। এর মধ্যে ত্রিপুরায় সবচেয়ে কম নীতি আয়োগের সুবিধা মানুষের মধ্যে পৌঁছেছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জুমলা সম্রাট বলে কটাক্ষ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়।
তিনি বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে বলেন, বর্তমান সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়েছিল সে সব প্রতিশ্রুতি কিছুই পালন করছেন। গুনগত শিক্ষার নাম করে শিক্ষাকে বেসরকারিকরণের হাতে তুলে দেওয়া হচ্ছে। সরকার শিক্ষার গুণগত মান উন্নয়ন করা হবে বলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছে। এতে করে শিক্ষাক্ষেত্রে প্রভাব পড়বে। কারণ রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরো বলেন পানীয় জল বহু বাড়ি ঘরে এখনো পৌঁছায়নি। মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। পাশাপাশি এদিন তিনি উপ নির্বাচন প্রসঙ্গে শাসক দল বিজেপির বিরুদ্ধে তীর ছুঁড়ে বলেন বিগত পুর নির্বাচনের মতো ভোট লুটপাট করার চিন্তা করছে। কিন্তু কংগ্রেস চাইছে সুষ্ঠুভাবে নির্বাচন সংঘটিত করার জন্য। কংগ্রেস সুরমাতে তিপ্রা মথাকে সমর্থন করবে। বাকি তিনটি কেন্দ্রে কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন শ্রী রায়।