Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যকোভিড সেন্টারে শ্লীলতাহানির দায়ে তিন বছর সাজা ঘোষণা করল আদালত

কোভিড সেন্টারে শ্লীলতাহানির দায়ে তিন বছর সাজা ঘোষণা করল আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুন : কোভিড সেন্টারে নাবালিকাদের উপর যৌন হেনস্থার মামলায় ৩ বছরের সাজা দিল আদালত। ঘটনাটি ঘটে ২০২০ সালে ২ সেপ্টেম্বর। যখন কোভিড আক্রান্ত হয়ে কৈলাসহর ও কুমারঘাটের দুই নাবালিকা ভর্তি ছিলেন কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে। তখন সাফাই কর্মী ঝন্টু দেব নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওই দুই নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

পরদিন ফের একইরকম অশালীন আচরণ করার পর সন্দেহ হওয়ায় ওই দুই নাবালিকা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর কুমারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার মামলা নম্বর: ৬১/২০২০। মামলাটি পরবর্তীতে তদন্ত করে কুমারঘাট থানার পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার শুনানিতে মোট ১৬ জন সাক্ষ্য দেন। এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ A(I) ধারার পাশাপাশি পক্সো আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়। সরকারের পক্ষ হয়ে এই গুরুত্বপূর্ণ মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য