স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুন : পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে আরবান পুলিশ স্টেশন এলাকায় বিশেষ এন.ডি.পি.এস অভিযানে সাফল্য পেলো এয়ারপোর্ট থানার পুলিশ। পশ্চিম নারায়নপুর এলাকায় নেশা কারবারি পরিমল নমঃ -র বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১০ কেজি ৯০০ গ্রাম শুকনো গাঁজা সহ নেশা কারবারি পরিমল নমঃকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এন.ডি.পি.এস আইন অনুযায়ী মামলা গ্রহন করে তদন্ত শুরু করে পুলিশ। অপরদিকে ঊষা বাজার, নরসিংগড়, গান্ধীগ্রাম, দুর্গাবাড়ি এলাকা থেকে সাতজন ড্রাগস সেবনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এয়ারপোর্ট থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ। তিনি আরো জানান, আগামী দিনেও নেশার অভিযান জারি থাকবে।

