স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : বুধবার দুদিনের রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দালজে। বৃহস্পতিবার রাজ্য অতিথি শালায় পর্যালোচনা বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ কৃষি দপ্তরের আধিকারিকেরা। এদিনের পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দালজে জানান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মিলে কৃষি ও উদ্যান চর্চার উপর কাজ করছে। তা নিয়েই এই পর্যালোচনা বৈঠক।
কেন্দ্র থেকে প্রদেয় প্রকল্প গুলির কাজ রাজ্যে কি পর্যায়ে রয়েছে সেই সম্পর্কে অবগত করেন আধিকারিকেরা। তবে রাজ্য সরকার ভাল কাজ করছে। নতুন নতুন পদক্ষেপ নিয়ে সেগুলির বাস্তবায়ন ঘটাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সন্তোষ ব্যক্ত করেন তিনি। গ্রামীণ এলাকা পর্যন্ত রাজ্য সরকার পৌঁছে গেছে। এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার সার্বিক ভাবে সহযোগিতা করবে। যে সমস্ত ইস্যু রয়েছে তা মন্ত্রকের নজরে নেওয়া হবে। রাজ্যের মন্ত্রীকে দিল্লি ডেকে এক সাথে বসে সেই সমস্ত ইস্যু গুলির দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি। ব্যাম্বো মিশন ও ওয়েল পাম্প –র ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। এক জেলা – এক উৎপাদনের ক্ষেত্রে খাদ্য পক্রিয়াকরণ ইউনিট তৈরি করা হবে। বর্তমানে বানিজ্যিকিরন দেখে শিল্প দপ্তর। তাই কৃষি ও উদ্যান চর্চার জন্য তাদের পৃথক ভাবে সেল বানিয়ে রপ্তানি করার বিষয়টি প্রধান্য দেওয়া হয়েছে এই পর্যালোচনা বৈঠকে। ত্রিপুরার ব্যাম্বো ও আনারসকে বিশ্বের দরবারে আরও বেশী করে তুলে ধরতে রাজ্য সরকারকে জাবতীয় সহায়তা করবে কেন্দ্র বলে জানান তিনি। একই সঙ্গে ত্রিপুরা বাঁশ বেতের শিল্পকলা তুলে ধরতে এবং আনারসের বিক্রির জন্য ব্যাঙ্গালোরে একটি আউটলেট খোলার জন্য যাবতীয় সহায়তা করার আশ্বাস দেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দালজে। রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করলে তিনি ব্যক্তিগত ভাবে ব্যবস্থা করবেন বলেও জানান।