স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : আসন্ন পুর নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির জন্য মনোনয়ন পত্র দাখিল করা একপ্রকার চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে দুর্বৃত্তদের জন্য মনোনয়ন পত্র দাখিল করতে পারছে না। বৃহস্পতিবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করতে যান এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস মোহনপুর পুর পরিষদ এবং রানির বাজার পুর পরিষদ ও জিরানিয়া নগর পঞ্চায়েতের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে পারছেন না মনোনীত প্রার্থীরা।
পরিস্থিতি এতটাই উদ্বেগজনক করে রেখেছে যে মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের কাছে নিয়ে যেতে আতঙ্কে ভুগছেন প্রার্থীরা। রাস্তায় বিভিন্ন প্রান্তে শতাধিক শাসকদলের দুর্বৃত্তরা জড়ো হয়ে আছে। দীর্ঘ সাড়ে তিন বছরের অভিজ্ঞতা থেকে নির্বাচন কমিশনারকে আগেই জানানো হয়েছিল যাতে রাজ্যে শান্তি সম্প্রীতি আওতায় এনে নির্বাচন সংঘটিত করা হয়। কিন্তু গত বুধবারের অভিজ্ঞতা থেকে বলা যায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি রাজ্যে। তাই এ বিষয়ে জেলা শাসককে অবগত করা হয়েছে। জেলাশাসককে বলা হয়েছে যাতে মোহনপুর জিরানিয়া এবং রানীবাজারের পরিস্থিতি স্বাভাবিক করা হয়। মনোনীত প্রার্থীরা যাতে নিরাপদে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারে। জেলাশাসক আশ্বাস দিয়েছেন, বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। এবং মোহনপুর জিরানিয়া ও রানিরবাজারের পুলিশ আধিকারিক ও নির্বাচন আধিকারিকদের নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটেশনের পর রতন দাস। তিনি আরো বলেন, নির্বাচন শুরুর আগেই যদি এ ধরনের ঘটনা সংঘটিত হয় তাহলে বিরোধী প্রার্থী এবং কর্মী-সমর্থকদের নিরাপত্তা নির্বাচনে কোথায় গিয়ে পৌঁছবে। শাসক দল বিজেপি সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। ৪২ মাসে মানুষের ক্ষোভ ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত হয়েছে। মানুষের মধ্যে গণবিক্ষোভ সৃষ্টি হয়ে আছে। এটা শাসক দলের জন্য শুভ সংকেত নয়। মানুষ অতীত অভিজ্ঞতা থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায়। সিপিআইএম -এর কাছে জনগণ ভরসা। প্রতিরোধ করতে এগিয়ে আসতে হবে জনগণকে বলে জানান রতন দাস। এদিন দাবি সনদটি তুলে দেওয়া হয় জেলাশাসকের উদ্দেশ্যে। ডেপুটেশন প্রদানকালে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম মোহনপুর মহাকুমা কমিটির সম্পাদক প্রণব দেববর্মা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মধুসূদন দাস, সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির সম্পাদক তরুণ দত্ত।