স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : শান্তির রাজ্য ত্রিপুরাকে অশান্ত করতে বাংলাদেশের বিক্ষিপ্ত সাম্প্রতিক ঘটনার রেশ টেনে দুষ্কৃতীদের দ্বারা ত্রিপুরা ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে ৮ ঘণ্টার গনধর্না সংগঠিত করা হয়। এই গনধর্নায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বক্তব্য রেখে বলেন, দুর্গা পুজার সময় বাংলাদেশের হিন্দুদের মন্দির, মূর্তি ও মণ্ডপ এবং বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে।
এর প্রতীবাদে সহকারী হাই কমিশনারের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দাবি জানিয়ে স্মারক চিঠি প্রদান করা হয়েছে। ত্রিপুরা রাজ্যেও সংখ্যালঘুর মসজিদ ও বাড়িঘর ভাঙচুর করা হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে হিন্দুদের দেব দেবীর মূর্তি ভাঙ্গা হয়েছে। এ ধরনের ঘটনার পেছনে একটি কুচক্র কাজ করছে। বিজেপি একটি সাম্প্রদায়িক দল বলে এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। শাসক দলের সাম্প্রদায়িক সুড়সুড়ি ঘটনার তীব্র দুঃখজনক। কিন্তু সরকারকে নিরেপেক্ষ থেকে পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন বীরজিৎ সিনহা। রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য রাজ্যবাসীর কাছে বার্তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিন দীর্ঘ ৮ ঘন্টা গনধর্না সংগঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নেত্রী লক্ষ্মী নাগ সহ অন্যান্য নেতৃত্ব।