স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুন : আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ আটক ৪ পাচারকারী। রবিবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ ও আরপিএফ মিলে তাদেরকে আটক করে। ধৃতরা হল বিপিন কুমার, গৌতম কুমার, মনিশ কুমার মন্ডল ও দুর্গা দেবী। তাদের সকলে বাড়ি বিহার রাজ্যে।
তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৩৭ কেজি ৬১৫ গ্রাম গাঁজা। এই গাঁজা গুলি ৩৫টি প্যাকেটে ৪ টি বস্তার মধ্যে রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে এই গাঁজা গুলি তারা দিল্লি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে নিয়ে এসেছিল। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়েছে। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।