স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বিচারপতি তোদুপুনুরি অমরনাথ গৌড়। বৃহস্পতিবার উচ্চ আদালতের কোর্ট নং-১ এ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিচারপতি টি অমরনাথ গৌড় -কে এইদিন শপথ বাক্য পাঠ করান উচ্চ আদালতের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি।
উপস্থিত ছিলেন উচ্চ আদালতের বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি এস জি চট্টোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব কুমার অলক, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি.এস যাদব সহ অন্যান্যরা। বিচারপতি টি অমরনাথ গৌড় পূর্বে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি ছিলেন। আগামী দিনে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।