স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : রাজধানী আগরতলা শহরের ডিম সাগর থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচিত মহিলার মৃতদেহ। মৃত মহিলার বয়স আনুমানিক ৫০ বছর হবে। ঘটনার বিবরণে জানা যায় এইদিন সকালে পথ চলতি সাধারন মানুষ প্রত্যক্ষ করে ডিম সাগরে একটি মৃতদেহ ভাসছে। সাথে সাথে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানার পুলিশকে।
ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা ও মহিলা থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে ডিম সাগর থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। মৃতদেহ উদ্ধারের পর দেখা যায় মৃতদেহটি অজ্ঞাত পরিচিত এক মহিলার। ঘটনাস্থলে ছুটে আসে ফরেনসিক বিশেষজ্ঞরা। এইদিকে ডিম সাগরের পাড় থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। ব্যাগে খালি জলের বোতল ও জুতো। পাশাপাশি উদ্ধার হয় একটি কাপড়। স্থানীয়রা জানান তারা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছেন। এইদিকে এক মহিলা পুলিশ অফিসার জানান মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত মহিলার পরিচয় জানা যায় নি। ঘটনার তদন্ত চলছে।