স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ১১ জুন : মুখ্যমন্ত্রীর প্রফেসর ডাঃ মানিক সাহা আজ সম্প্রতি জলে ডুবে মৃত সাতজনের পরিবার বর্গের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে চার লক্ষ টাকা করে চেক তুলে দেন।
কিছুদিন আগে পশ্চিম জেলার বিভিন্ন স্থানে জলে ডুবে ৭ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনাবলীর খোঁজখবর নিয়ে আজ সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে পরিবার পিছু ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
বিগত কিছুদিনে দুর্ভাগ্যজনকভাবে জলে ডুবে যাঁদের প্রাণহানি হয়েছে , এরা হল- সিধাই থানাধীন রামসাধুপাড়া এলাকার পিয়ালী দেববর্মা এবং প্রিয়াঙ্কা দেববর্মা, জিরানীয়া জয়নগর এলাকার মাহিন্দ্র সিং, মান্দাইপাড়া এলাকার তন্ময় দেবনাথ, উজান অভয়নগর এলাকার লিটন সাহা, মজলিশপুর ব্রজনগরের প্রসেনজিৎ দেবনাথ এবং প্রতাপগড় এলাকার অঙ্কুশ ঋষি দাস।মুখ্যমন্ত্রী শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন মুহূর্তে তাঁদের শক্তি প্রদানের জন্য সর্বশক্তিমান ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।