Friday, February 7, 2025
বাড়িরাজ্যবাংলাদেশ থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় মহিলার মৃতদেহ

বাংলাদেশ থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় মহিলার মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : নিখোঁজ ভারতীয় মহিলার মৃতদেহ উদ্ধার বাংলাদেশে।মৃতদেহটি উদ্ধার হয় বাংলাদেশের পরশুরাম থানার অন্তর্গত ডুবলার চান এলাকায়। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় মঙ্গলবার। জানা যায়, বিলোনিয়া থানার রাম ঠাকুর পাড়ার বাসিন্দা আরতী রানী দাস নামে এক মহিলার পরিবার থেকে গত ৫ জুন বিলোনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

পরবর্তী সময় গত ৬ জুন সকালে পরশুরাম থানার অন্তর্গত ডুবলার চান এলাকার মুহুরী নদীর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায় বলে জানান পরশুরাম থানা পুলিশ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম। মৃতার পরিবারের পক্ষ থেকে জানা যায় যে মৃত আরতি রানী দাসের মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয় সেখান থেকে তার মেয়ের বাড়ির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। মেয়ের বাড়িতে পৌঁছানোর আগে এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে পরিবার-পরিজনদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। পরশুরাম থানার  পুলিশ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম বলেন, একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ফেনী সদর হাসপাতালে মৃতদেহের ময়না তদন্তের পর বিলোনিয়া থানার সাথে যোগাযোগ করে। এবং বিএসএফ-বিজিবি এবং বিলোনিয়া মহিলা থানার যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে মৃতদেহ মুহুরী ঘাট সীমান্ত শুল্ক বাণিজ্যকেন্দ্র দিয়ে মৃতার ছেলে রিপন দাসের হাতে তুলে দেওয়া হয়। বিলোনিয়া রাম ঠাকুর পাড়া অবস্থিত আরতি রানী দাসের পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশের পরশুরাম থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য