স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হলো এয়ারপোর্ট থানার পুলিশ। গত কয়েকদিন পূর্বে এয়ারপোর্ট থানা এলাকা থেকে দুটি বাইক চুরি হয়েছিল। বাইক দুটির নম্বর টি আর ০১ এ আর ৭০৪৬ এবং টি আর ০১ এক্স ৫৯৬৬। দুটি বাইকের মালিক থানায় মামলা দায়ের করেন। সে মোতাবেক পুলিশ ঘটনার তদন্তে নেমে বাইক দুটি আটক করতে সক্ষম হয়। একটি বাইক জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তির।
সেই ব্যক্তির বাড়ি উষা বাজার। অপর ব্যক্তির বাইকটি দুর্গাবাড়ি মেলা থেকে চুরি হয়েছিল। এ বাইকটির মালিক হলেন নিশিকান্ত সরকার। মঙ্গলবার বাইক দুটি মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশের কাছ থেকে আরো জানা যায় বাইক দুটি বাংলাদেশের পাচার করা উদ্দেশ্য ছিল চোরদের। কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এয়ারপোর্ট এলাকায় কিভাবে বাইক চুরির হিড়িককে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে এলাকায় এ ধরনের পাচার বাণিজ্য সক্রিয় হয়ে উঠেছে বলে অভিমত অভিজ্ঞ মহলের।