স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : ভুলবশত অন্য মৃতদেহ সৎকারের পর আচমকাই শ্রাদ্ধ বাসরে এসে হাজির হলেন পুত্র। পিতা তখন পুত্রের শ্রাদ্ধের আয়োজন করছিল। এই ঘটনায় গোটা বামুটিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যায়, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত পশ্চিমবাংলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রাঙ্গুনিয়া গ্রামের যুবক আকাশ সরকার গত কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনদিন আগে রাজধানী আগরতলা মেলার মাঠ পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।
বটতলা ফাঁড়ির পুলিশ এবং বামুটিয়া থানার পুলিশ সেই যুবকের পরিবারের লোকজনদের হাসপাতাল ডেকে নিয়ে অজ্ঞাত যুবকের মৃতদেহ বলে তুলে দেয়। পরিবারের লোক জনেরা বিষয়টি অস্বীকার করলেও, পুলিশ জানায় মৃতদেহ ফুলে থাকায় সনাক্ত করতে পারছে না। পুকুর পাড় থেকে নিখোঁজ আকাশের সমস্ত সরঞ্জাম একটি ব্যাগ থেকে উদ্ধার হয়। তাই এটা আকাশের মৃতদেহ। পরবর্তী সময় মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দিলে সৎকার করা হয়। মৃতদেহ সৎকারের তিনদিন পর মাথা মুন্ডন করে পিতা মঙ্গলবার তার শ্রাদ্ধ অনুষ্ঠান করতে বসে বলে জানান পিতা অংকন সরকার। তিনি আরো বলেন, আকাশ সরকার নেশা করতেন। আর এর জেরে অসুস্থতায় ভুগছিলেন। এখন প্রশ্ন হলো অংকন সরকারের ছেলে আকাশ সরকার বাড়িতে ফিরে এসেছে, তাহলে কার মৃতদেহ সৎকার করা হয়েছে ? এর জবাব কি দিতে পারবে সেদিন দায়িত্বে থাকা পুলিশ অফিসারের। কিন্তু পুলিশের যে দায়িত্বের গাফিলতি তা আবারও প্রমাণিত হলো এ দিনের ঘটনায়। এদিন এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।