স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : সোমবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন ডাঃ মানিক সাহা। এরপর মঙ্গলবার থেকেই নিজ নির্বাচনী কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচারে জোর দিলেন বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা। এদিন সকাল সকাল শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান তিনি।
সঙ্গে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, কিসান মোর্চার সভাপতি জওহর সাহা, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটার রত্না দত্ত সহ অন্যান্যরা। এদিন ২০ নং ওয়ার্ডের ১৫ নং বুথে বাড়ি বাড়ি প্রচার চালান বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা। এই কেন্দ্রে থেকে জয় ১০০ শতাংশ নিশ্চিত বলে জানান তিনি। সরকারের উন্নয়নমূলক কাজ গুলির লিফ লেট এর মাধ্যমে মানুষের কাছে তুলে দেন তিনি। বিপ্লব কুমার দেবের নেতৃত্বে চলা সরকারের কাজ গুলিই এই লিফলেটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা। প্রচারে বেরিয়ে ভাল সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। মানুষের মধ্যে স্বতঃ স্ফূর্ততা পরিলক্ষিত হচ্ছে। আর সেই নিরিখে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী ডাঃ মানিক সাহা। আগামী ২৩ জন রাজ্যের চারটি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৬ জুন হবে ভোট গননা। সেদিন স্পষ্ট হবে গোটা বিষয়টি। তবে প্রচারের নিরিখে বিজেপি প্রার্থীরা জে সবকটি আসনেই এগিয়ে রয়েছে তাই মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।