স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুন : নেশা বিরোধী অভিযানে ধরপাকড় দামছড়া থানার পুলিশের। থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে দামছড়া থানার পুলিশ দামছড়া-পানিসাগর সড়কে অভিযান চালায়।
সেখানে একটি মোটর বাইকে তল্লাশি চালিয়ে প্রায় ১২ গ্রাম নিষিদ্ধ ড্রাগস, হেরোইন ও নগদ ছয় হাজার টাকা সহ দুই নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে। শনিবার তাদের আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নেয় পুলিশ। পুলিশের ধারণা তাদের সাথে আরও অনেকে জড়িত বেড়েছে। পুলিশ আটক করেছে মোটর বাইকটিও।