Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যবিজেপি সমর্থন করলো না, সরকার শরিক তিপরা মথার যুব সংগঠন ওয়াই টি...

বিজেপি সমর্থন করলো না, সরকার শরিক তিপরা মথার যুব সংগঠন ওয়াই টি এফ -এর আন্দোলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন : গত ২৫ মে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যেৎ কিশোর দেববর্মণ গোমতী জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার সঙ্গে দেখা করতে গিয়ে অপমানিত হয়। দেখা করতে পারেন নি প্রদ্যোত কিশোর দেববর্মণ। পরবর্তী সময় ২ জুন তিপ্রা মথার যুব সংগঠন ওয়াই টি এফ গোমতী জেলা শাসকের অফিসে এসে যে তাণ্ডব ঘটিয়েছে তা ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না। শুক্রবার উদয়পুরে গোমতী জেলা সদর দপ্তরে ভারতীয় জনতা পার্টির এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন দলীয় নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক, গোমতী জেলার জেলা সভানেত্রী সবিতা নাগ।

তাঁরা বলেন সম্প্রতি তিপ্রা মথার গোমতী জেলা জেলা শাসকের সঙ্গে প্রদ্যুত কিশোর দেববর্মা দেখা করতে এসে রাতের বেলায় জেলা শাসক দেখা না করা এবং পরবর্তী সময়ে জেলাশাসক অফিসে তালা লাগানোর ঘটনা সম্পর্কে নেতৃত্বরা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম ও কংগ্রেস দল সারা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা অভিনব কৌশল তৈরি করতে শুরু করেছে। যা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানায়। এ রাজ্যে বিরোধীদের কোন অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে তাদের কোন কথায় একটি পাতা ও নড়ে না। জনস্বার্থে কোন আন্দোলন কর্মসূচি নেই। দীর্ঘ বছর বামেরা এ রাজ্যে ক্ষমতা থাকার সময় গরিবদের কেবল বঞ্চনা করেছেন আর এ রাজ্যের মানুষকে গরিব বানিয়েছেন বলে উল্লেখ করেন সুবল ভৌমিক। তিনি এও বলেন বিরোধী দল ঘোলা জলে মাছ ধরতে চাইছে।

দেউলিয়া রাজনীতি ছাড়া আর কিছু নেই সিপিআইএম ও কংগ্রেস দলের। এরা মানুষের মন থেকে মুছে গেছে বলে নতুন নতুন ভাবে আন্দোলনের নামে মানুষের সঙ্গে দেউলিয়া শুরু করেছে। তিনি আরো বলেন প্রদ্যুত কিশোরের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তারপরও কেন এরকম ঘটনা ঘটেছে তা ভারতীয় জনতা পার্টি বুঝে উঠতে পারছে না। তিনিও বলেন আন্দোলনের নামে সেই দিন জেলা শাসকের অফিসে যে কান্ড ঘটেছে সেটা সরকার কোনভাবেই মেনে নিতে পারছে না বলেই বর্তমানে গোমতী জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেইদিন জেলাশাসকের ছবি যেভাবে পায়ের নিচে মুড়িয়ে দেওয়া হয়েছে সেটাও দল সমর্থন করে না বলে জানান সুবল ভৌমিক। তিনি বলেন সমস্ত বিষয়টা মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন দেখছে। তবে বিরোধী সিপিআইএম ও কংগ্রেস ঘোলা জলে যে মাছ ধরতে চাইছে সেটা কিছুতেই ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না বলে জানান সাংবাদিক সম্মেলনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য