Friday, June 13, 2025
বাড়িরাজ্যঅনুপ্রবেশের বিরোধিতা করে রাজ্যপালের দ্বারস্থ মথার বিধায়ক

অনুপ্রবেশের বিরোধিতা করে রাজ্যপালের দ্বারস্থ মথার বিধায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন :          গত ১৯ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩০ দিনের একটি সময়সীমা বেঁধে দিয়ে ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের মাটিতে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের চিহ্নিত করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট এবং উত্তর-পূর্বের আসাম সহ বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশিকা ইতিমধ্যেই কার্যকর করা হলেও ত্রিপুরায় এই নির্দেশিকা এখনো কার্যকর করা হয়নি। ত্রিপুরা সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরকারের প্রধান শরিক দল হিসেবে পরিচিত তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার রাজভবনে যায়।

 দেখা করে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে। বিধায়ক রঞ্জিত দেববর্মা জানিয়েছেন রাজ্যপাল কে তারা বলেছেন ত্রিপুরায় যাতে এই নির্দেশিকা দ্রুত কার্যকর করা হয়। এদিন এই একই ইস্যুতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জনজাতি ছাত্র সংগঠন টিএসএফ। সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী দেশের অন্যান্য রাজ্য যখন পদক্ষেপ গ্রহণ করে চলেছে তখন ত্রিপুরার রাজ্য নীরব ভূমিকা অবলম্বন করে রেখেছে। তারা এই বিষয়টির জন্য সরকারকে দায়ী করেছে। এদিকে অবৈধভাবে ত্রিপুরার মাটিতে বসবাসকারী বাংলাদেশীদের চিহ্নিত করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর দাবিতে তিপ্রা মথা একটি মিছিল সংগঠিত করে লেম্বুছড়ায়। এই মিছিলে নেতৃত্ব দেন এডিসির কার্যনির্বাহী সদস্য-রুনেল দেববর্মা। এদিন এই মিছিলে উপস্থিত ছিল দলের যুব সংগঠন ওয়াইটিএফও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য