স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : স্ত্রীর ফোন নম্বর ব্লক লিস্টে রেখে পর মহিলার সাথে ফষ্টিনষ্টি এক ব্যাঙ্ক কর্মীর। রবিবার সকালে সেই মহিলাকে রামনগর ১ নম্বর রোড এলাকা থেকে আটক করে অভিযুক্ত ব্যাংক কর্মীর স্ত্রীও এবং এলাকাবাসী। পরে সেই মহিলাকে নিয়ে আসা হয় রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায়।
ব্যাংক কর্মীর স্ত্রী রবিবার সকাল বেলা দলবল নিয়ে পরকীয়ায় লিপ্ত মহিলাকে আটক করেছে বলে অভিযোগ। সৃষ্টি হয় চাঞ্চল্য। খবর দেওয়া হয় পশ্চিম থানার পুলিশকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ ছুটে যায়। পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত স্বামীর নাম রাজেশ দেববর্মা। দীর্ঘ কয়েক বছর যাবৎ এই ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়ে আছে বলে অভিযোগ রাজেশ দেববর্মার স্ত্রীর।