স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : গোহাটি গাঁজা পাচারের সময় আটক যুবক। রবিবার চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে সেই যুবককে আটক করেছে অন্যান্য গাড়ি চালকরা। সেই যুবকের নাম শরীফ হোসেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এদিন গোহাটি বাসের টিকিট কেটে গাড়িতে উঠেছিল শরীফ হোসেন এবং তার সাথে আরও একটি নাবালক।
গাড়ি চালককে সন্দেহ হতেই তার ব্যাগ তল্লাশি করে দেখতে পায় দু’ভাগে প্রচুর পরিমাণে গাঁজা রয়েছে। গাড়ি চালক অন্যান্য গাড়িচালকদের সহযোগিতায় সেই যুবককে আটক করে। কিন্তু নাবালক ছেলেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। অভিযুক্তের যুবকের বাড়ি জিরানিয়া এলাকায়। জানা যায় এদিন অভিযুক্ত যুবক গাঁজা গুলি গোহাটি নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছিল। পুলিশ অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।