Saturday, April 20, 2024
বাড়িরাজ্য৭ মাসের অনেক কিছু পরিবর্তন হবে, পরিবর্তনের জোয়ারে সামিল হবে মথা :...

৭ মাসের অনেক কিছু পরিবর্তন হবে, পরিবর্তনের জোয়ারে সামিল হবে মথা : প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : রাজনৈতিক নেতারা বহু প্রতিশ্রুতি দিয়েছিল চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু কেউ প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই সুরমা বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথা ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষককে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এর মূল উদ্দেশ্য হলো যাতে বিধানসভায় তিনি চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন। অর্থাৎ বর্তমানে চাকুরিচ্যুতদের যে বড় সমস্যা রয়েছে তা বিধানসভায় উত্থাপন করতে পারেন। রবিবার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন তিপ্রা মথার সুপ্রিমোর প্রদ্যোত কিশোর দেববর্মন।

প্রথমবার কোন আঞ্চলিক দল বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে। যা প্রত্যন্ত এলাকার মানুষের জন্য সৌভাগ্যের। আঞ্চলিক দলকে মানুষ সমর্থন করতে পারবে। ত্রিপুরা মথা কোন জাতি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। তিপ্রাসাদের উন্নয়ন এবং সাংবিধানিক অধিকার নিয়ে কথা বলে।

আসন্ন উপনির্বাচন তিপ্রা মথাকে যে দুটি রাজনৈতিক দল সরাসরিভাবে সমর্থন করবে। আগামী ৭ মাসের ত্রিপুরায় অনেক কিছু পরিবর্তন হবে। আর এই পরিবর্তনের জোয়ারে তিপ্রা মথা সামিল হবে। এর জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। ললিপপের রাজনীতি করতে চায় না । অনেক হয়েছে। চা বাগানের শ্রমিকদের কয়েক টাকা মজুরি বৃদ্ধি করে অর্থনৈতিক বিকাশ হয়েছে বলে প্রচার করা হয়। এর তীব্র নিন্দা জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পাশাপাশি ত্রিপুরা বঞ্চিত জনতা ব্রিগেড এদিন আত্মপ্রকাশ করে। এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায় কে নিয়ে সংগঠনটি পথ চলা শুরু করেছে। রাজ্যে তাদের সদস্য সংখ্যা প্রায় দশ হাজার। আসন্ন নির্বাচনে ত্রিপুরা বঞ্চিত জনতা ব্রিগেড এবং ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট তিপ্রা মথাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান। টি এন এ বিগত দিনে আই পি এফ টি -কে সমর্থন করেছে। টি এন এ আজ তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের সাথে মার্জার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ২৮ মে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রদ্যোত কিশোর দেববর্মনের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে। আগামী দিনে টি এন এ কোন সংগঠন থাকবে না বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। গত এক বছর ধরে থানসা হতে আহ্বান জানান প্রদ্যোত কিশোর দেববর্মন। সেই আহ্বানে সাড়া দিয়ে গ্রেটার তিপরাল্যান্ড বাস্তবায়ন করতে চায় বলে জানান তারা। তবে এদিন স্পষ্ট হয়ে গেছে আগামী ২০২৩ -এর জন্য প্রস্তুতি নিয়ে ময়দানে নেমেছেন মথার সুপ্রিমো।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য