Friday, March 29, 2024
বাড়িরাজ্যবিজেপি এবং কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা

বিজেপি এবং কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : বিজেপি’র বহু ম্যারাথন বৈঠকের পর দিল্লি থেকে প্রার্থীর নামের তালিকায় সীলমোহর পেল। ৮ নং টাউন বড়দোয়ালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাঃ মানিক সাহা, ৬ নং আগরতলা বিধানসভার থেকে লড়াই করবেন ডাঃ অশোক সিনহা, ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বপ্না দাস পাল, ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মলিনা দেবনাথ।

এদিকে উপনির্বাচনের দুই কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয় কংগ্রেসের। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ রায় বর্মন, ৮ টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আশীষ কুমার সাহা। দুই দলের প্রার্থী তালিকা ঘোষণার পর প্রচার সহ নির্বাচনী কাজে মাঠে নামতে চলেছে কর্মী-সমর্থকরা। যদিও দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হয়ে গেছে প্রার্থী তালিকা ঘোষণা করতে দুই দলেরই। কারণ প্রতিদ্বন্দ্বী নিয়ে মাঠে নামতে অনেকটাই হিমসিম খেতে হয়েছে দুই দলের নেতৃত্বের। সর্বভারতীয় নেতৃত্বদের সাথে দফায় দফায় বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর সীলমোহর দিয়েছেন দুই দলের সর্বভারতীয় নেতৃত্ব। তারপর শাসক বিজেপি এবং বিরোধী কংগ্রেস দুই দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। আর প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামতে প্রস্তুত দুই দলের মনোনীত প্রার্থীরা। যদিও ইতিমধ্যে কংগ্রেস দফায় দফায় দুটি বিধানসভা কেন্দ্রের এলাকা ভিত্তিক প্রচার করে নিয়েছেন সম্ভাব্য প্রার্থী আশীষ কুমার সাহা এবং সুদীপ রায় বর্মনের অনুগামীরা। কিন্তু শাসক দলের প্রার্থী ঘোষণার আগে এলাকায় গিয়ে কোনরকম পচার দেখা যায়নি সম্ভাব্য প্রার্থীদের। কারণ প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হয়েছে শাসকদলের রাজ্য এবং সর্বভারতীয় স্তরের নেতৃত্বদের। এদিকে দলীয় সূত্রে জানা যায়, সুরমা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে না কংগ্রেস। তিপরা মথাকেই এই আসনের সমর্থন করবে দল। যুবরাজনগরে শাসকদলের এক হেভিওয়েটকে কংগ্রেসে আনার তোড়জোড় জারি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য