Sunday, January 26, 2025
বাড়িরাজ্যউপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের, দুইটি আসনে জমা দিল মনোনয়নও

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের, দুইটি আসনে জমা দিল মনোনয়নও



আগরতলা, ৩ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে বামেদের পর এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। আজ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এরপরই দুইটি আসনে প্রার্থীরা মনোনয়নও জমা দিয়েছেন প্রার্থীরা।

তৃণমূল কংগ্রেস ৬ নম্বর আগরতলা কেন্দ্রে পান্না দেবকে প্রার্থী করেছে। ৮ নম্বর টাউন বড়দোয়ালী কেন্দ্রে প্রার্থী হয়েছেন নীল কমল সাহা। ৪৬ নম্বর সুরমা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অর্জুন সরকারকে এবং ৫৭ নম্বর যুবরাজনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন ডাঃ মৃনাল কান্তি দেবনাথ।আজ শুক্রবার আগরতলার দুটি আসনের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

এদিন লাল বাহাদুর চৌমুহনীস্থিত ক্যাম্প হাউস থেকে মিছিল করে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করেন ৬ আগরতলা কেন্দ্রের প্রার্থী পান্না দেব ও ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের প্রার্থী নীল কমল সাহা। এদিনের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে অংশ নেন সুবল ভৌমিক, তৃণমুল কংগ্রেসের ত্রিপুরার দায়িত্ব প্রাপ্ত সাংসদ সুস্মিতা দেব। জয়ের বিষয়ে আশাবাদী বলে জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুবল ভৌমিক।

তৃণমূল সাংসদ বিনম্রভাবে আবেদন করেন, প্রত্যাশা অনুযায়ী ত্রিপুরায় পরিবর্তন হয়নি। তৃণমূল কংগ্রেস সেই প্রত্যাশা পূরণ করবে। তাঁর দাবি, বিজেপির বিকল্প দেশে একমাত্র তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের জন্যই লাগাতার তিনবার ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় সেই সুশাসন মমতার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হবে। তাঁর সাফ কথা, জাতীয় কংগ্রেসের ভূমিকা সম্পর্কে ত্রিপুরবাসী অবগত রয়েছেন। কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থই হল পরক্ষে বিজেপিকেই ক্ষমতায় ফিরিয়ে আনা। তাই, তিনি গণদেবতার কাছে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার কাতর আবেদন জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য