Saturday, January 25, 2025
বাড়িরাজ্যশহরে কংগ্রেসের প্রচার মিছিল

শহরে কংগ্রেসের প্রচার মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রটি ৮ নং টাউন বড়দোয়ালী। যা শহরের অন্যতম বিরোধী দুর্গ বলা চলে। কিন্তু ২০১৮ সালে বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া বিধায়ক এবার উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী লড়তে চলেছেন। নির্বাচন ঘোষণার পর কংগ্রেসের প্রার্থী ঘোষণা না হলেও প্রতিদিন নির্বাচনী প্রচারে বের করে ভোট দিন বলছেন সম্ভাব্য প্রার্থী আশীষ কুমার সাহা।

 শুক্রবার দুপুরে কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরে দক্ষিণাঞ্চলের একটি মিছিল সংঘটিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সম্ভাব্য প্রার্থী আশীষ কুমার সাহা। তিনি জানান, আসন্ন উপনির্বাচনে কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী হল বিজেপি। জয় নিয়ে বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে তিনি নিশ্চিত। এই বিধানসভা কেন্দ্রটি কংগ্রেসের দূর্গ। তাই জয় নিয়ে তিনি নিশ্চিত। বিশেষ করে বিজেপি সরকার উন্নয়নমূলক কাজ করতে না পেরে ব্যর্থ হয়েছে। এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাদের গণতন্ত্রের উপর কোন শ্রদ্ধা নেই বলে জানান তিনি। এদিন মিছিলটি শহরের ভট্ট পুকুর, অরুন্ধতী নগর, উত্তর বাধারঘাট, এম বি টিলা সহ বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য