Saturday, June 14, 2025
বাড়িরাজ্যপ্রকাশিত হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ ফলাফল

প্রকাশিত হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ ফলাফল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০মে : শুক্রবার দুপুর ২ টায় প্রকাশিত হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ ফলাফল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী। গত ৩০ এপ্রিল ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল বের হয়। তারপর গত ২২ মে থেকে শুরু হয় পরীক্ষার খাতা রিভিউ করা। মাধ্যমিক পরীক্ষায় রিভিউ এর জন্য আবেদন করেছিল ১৬৯২ জন, এরমধ্যে যারা আগে অকৃতকার্য ছিল তারা কেউ পাশ করেনি।

 আর যারা দুটি বিষয়ে পাশ করতে না পেরে আবেদন করেছিল তাদের মধ্যে ১৮ জন পাস করেছে। আর যারা একাধিক বিষয়ে অকৃতকার্য করার পর রিভিউর জন্য আবেদন করেছিল তাদের মধ্যে দু তিনজন বছর বাঁচাও পরীক্ষার আওতায় এসেছে। সুতরাং যারা দুটি বিষয়ে অকৃতকার্য ছিল তাদের মধ্যে ১৮ জন পাস করে গেছে। আর যারা বেশি বিষয়ে অকৃতকার্য ছিল তাদের মধ্যে বছর বাঁচাও পরীক্ষার যোগ্যতা অর্জন করেছে ৬৭ জন। আর সার্বিকভাবে নম্বর বেড়েছে ৫৯৫ জনের। দ্বাদশ শ্রেনীর ১৪১২ জন রিভিউ -এর জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে যারা অকৃতকার্য ছিল তারা কেউই পাশ করেনি। কিন্তু যারা বছর বাঁচো পরীক্ষার যোগ্যতা অর্জন করেছিল তাদের মধ্যে সাতজন পাস করে গেছে। আর যারা তিনটি বা এর বেশি বিষয়ে অকৃতকার্য ছিল তাদের মধ্যে বছর বাঁচাও পরীক্ষার অর্জন করেছে সাতজন। আর সার্বিকভাবে উচ্চমাধ্যমিকে রিভিউ ফলাফলের পর নম্বর বেড়েছে ৭১০ জনের। পাশের হার বেড়ে হয়েছে ৮৬.৫৮ শতাংশ ।

 উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ হাজার ৫০৬ জন। এর মধ্যে ১৭ হাজার ৫২ জন পাশ করে। পাশের হাত ছিল ৭৯.২৯ শতাংশ। বছর বাঁচাও পরীক্ষার উপযুক্ত ছিল ৩ হাজার ২ জন। এখন রিভিউ -এর পর বছর বাঁচাও থেকে নতুন করে উত্তীর্ণ হয়েছে সাত জন। ফলে পাস করেছে মোট ১৭ হাজার ৫৯ জন। অপরদিকে পাশের হার বেড়ে হয়েছে ৭৯.৩২ শতাংশ। সুতরাং যারা দুটি বিষয়ে অকৃতকার্য ছিল তাদের মধ্যে ৭ জন পাস করে গেছে। আর যারা বেশি বিষয়ে অকৃতকার্য ছিল তাদের মধ্যে বছর বাঁচাও পরীক্ষার যোগ্যতা অর্জন করেছে ৮৭ জন। আর সার্বিকভাবে নম্বর বেড়েছে ৭১০ জনের। পাশের হার বেড়ে হয়েছে ৭৯.৩২ শতাংশ। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য