Friday, June 13, 2025
বাড়িরাজ্যসুশাসন জামানায় মাফিয়া রাজ বণিক্য চৌমুহনি এলাকায়, ভুয়া দলিল বের করে মানুষকে...

সুশাসন জামানায় মাফিয়া রাজ বণিক্য চৌমুহনি এলাকায়, ভুয়া দলিল বের করে মানুষকে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০মে : সুশাসনে মাফিয়া রাজ করে বহু মানুষকে উচ্ছেদ করার চেষ্টা রাজধানীর শহরতলী বণিক্য চৌমুহনীর আর কে নগরের অন্তর্গত রাজারবান এলাকায়। অভিযুক্ত এক জমির দালালের নাম সামনে এসেছে। তার নাম কৃষ্ণ কমল লস্কর। গুরুতর অভিযোগ উঠেছে জমির কারবারি হিসেবে পরিচিত কৃষ্ণ কমল লস্কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নাকি ভুয়া দলিল তৈরি করে ১২ কানি জমি নিজের বোন জোৎস্না লস্করের নামে লিখিয়ে নিয়েছেন।

এ বিষয়ে রাজারবাগের দীর্ঘদিনের বাসিন্দা চন্দ্রমোহন সরকার জানান, ১৯৬৬ সাল থেকে আমরা এই জমিতে বসবাস করছেন। কাগজপত্র সবকিছু আছে, অথচ নামজারিতে কৃষ্ণ কমলের বোনের নাম উঠে এসেছে। এটা কীভাবে সম্ভব?” তিনি আরও বলেন, এখানে ২০টি যৌথ পরিবারে প্রায় ৭০ জনের বেশি সদস্য রয়েছে, যারা নিজেদের আইনি জমিতে বহু বছর ধরে বসবাস করছেন। অভিযোগ, আদালতের নির্দেশে ইনজেকশন থাকা সত্ত্বেও অভিযুক্ত কৃষ্ণ কমল ও তার সহযোগীরা উচ্ছেদ চেষ্টায় লিপ্ত। যুবক সুমন সরকারের অভিযোগ, খয়েরপুর তহশিল ও প্রশাসনের কিছু অসাধু কর্মচারী জমি দখলের ষড়যন্ত্রে মদত দিচ্ছে। আতঙ্কিত পরিবারগুলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, প্রশাসনিকভাবে যাতে সুষ্ঠ তদন্ত করা হয়। বিশ্বস্ত সূত্রের খবর তাদের সাথে জড়িত রয়েছে এলাকার বহু মাফিয়া। বিগত দিনের সরকারের এবং বর্তমান সরকারের লালিত পালিত এই মাফিয়া দের দ্বারা এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ বেড়ে চলেছে এলাকায়। অথচ কুম্ভ নিদ্রায় আছেন উপরমহল। সবকিছু জেনে বুঝেও কোন টু শব্দ নেই। কারণ কেঁচো খুঁড়তে গেলে সাপ বের হয়ে আসবে!

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য