স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মে : গোপন খবরের ভিত্তিতে পুলিশ গাঁজা বুঝাই মারুতি গাড়ি আটক করতে গিয়ে ঘটলো বিপত্তি। ঘটনা রাজধানীর ওএনজিসি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বুধবার ভোরবেলা আমতলী থানার পুলিশের কাছে খবর আসে বিলাসবহুল গাড়ি দিয়ে আগরতলা থেকে মধুপুরে গাঁজা পাচার হতে পারে। পুলিশ এই খবর জানতে পেরে বাধারঘাট পেট্রোল পাম্প এলাকায় উৎপেতে বসে থাকে।
এরই মধ্যে গাড়িটি আসার পর পুলিশ গাড়িটি দাঁড় করাতে চেষ্টা করলে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত গাড়িচালক বিষরব নমঃ । পুলিশ গাড়িটি পেছনে ধাওয়া করলে ওএনজিসি এলাকায় এসে গাড়িটির একটি কমান্ডার গাড়ির সাথে সংঘর্ষ হয়। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে গাড়িটি আগরতলা থেকে মধুপুরের উদ্দেশ্যে গাঁজা নিয়ে রওনা হয়েছিল। গাড়ির ভেতর থেকে পাঁচটি বস্তায় প্রায় ৯০ কেজি শুকনো গাজা আটক হয়। যার কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশের প্রাথমিক ধারণা। পুলিশ অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে। অভিযুক্ত গাড়ি চালকের বাড়ি মধুপুর থানাধীন দেবীপুর এলাকায়। তবে পুলিশ এজেন্ট আড়াল করেছে গাড়ির মালিকের নাম। তদন্ত প্রক্রিয়ার দোহাই দিয়ে সংবাদ মাধ্যমের কাছে গাড়ির মালিকের নাম বলতে চায় নি বলে বিশ্বস্ত সূত্রে খবর।