স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে :কুখ্যাত মানব পাচারকারী নাসির উদ্দিন গ্রেপ্তার বিলোনিয়ায়। জানা যায়, বিগত এক মাসের মধ্যে প্রায় একুশ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ। তাদের কাছ থেকে তদন্ত ক্রমে জানা যায় তারা সকলেই বিলোনিয়া আমজাদ নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।
এই পাচারে টাকার বিনিময়ে সহযোগিতা করেছে বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকার কুখ্যাত মানব পাচারকারী এবং মানব পাচারকারীর মাস্টারমাইন্ড নাসির উদ্দিন। রবিবার রাতে বিলোনিয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করা হয়েছে। এই বিষয়ে বিলোনীয়া থানার ওসি শিবু রঞ্জন দে জানান, আটকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আদম ব্যাপারী নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 61(2)/143(3) পাসপোর্ট এক্টে মামলা গ্রহণ করা হয়েছে।

