স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে :বিকাশ ত্রিপুরায় বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল অবস্থা আমজনতার। প্রায় নিত্যদিনই চলছে সড়ক অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচি। এর মধ্যে সোমবার বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধে করলেন ধর্মনগর দুর্গাপুর এলাকার প্রমিলা বাহিনী। জানা যায়, রবিবার রাত সাড়ে নয়টা থেকে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ নেই। বিষয়টি বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষকে জানানো হলেও কোন কাজে হয় নি বলে অভিযোগ। ফলে প্রচন্ড গরমে নাভিশ্বাস চরমে পৌছায় স্থানীয়দের।
স্থানীয় এক ব্যক্তি জানান রবিবার রাত নয়টা ৩২ মিনিট থেকে বিদ্যুৎ নেই এলাকায়। প্রথম অবস্থায় বিদ্যুতের কাস্টমার কেয়ারে ফোন করে জানানো হয়। কিন্তু সেখান থেকে কোনরকম আশ্বাস পাওয়া যায়নি। সোমবার সকাল দশটা নাগাদ বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সমস্যার কথা জানানো হলেও কর্মীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে চলেছেন। পরবর্তী সময়ে তারা জানতে পারে বিদ্যুৎ ট্রান্সফরমারের সমস্যা। অথচ এই বিদ্যুৎ ট্রান্সফরমার দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে। জোড়াতালি দিয়ে চলছে বিদ্যুৎ পরিষেবা। অথচ সরঞ্জাম পরিবর্তন করার কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের। স্থানীয়দের এমনটাই অভিযোগ। এদিকে এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ লাইন লেগে যায় গাড়ির। সড়ক অবরোধ চলাকালীন সময়ে জেলার অতিরিক্ত পুলিশ অফিসার জেরিমিয়া ডার্লং আটকে পড়েন অবরোধে। পরে তিনি অবরোধকারীদের সাথে কথা বলে বিদ্যুৎ নিগমের সাথে ফোনে যোগাযোগ করেন এবং ধর্মনগর থানায় ঘটনার খবর জানান। উনার কাছ থেকে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছায় এবং বিকাল চারটার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে জনগনকে আশ্বস্ত করে। এতে অবরোধ মুক্ত করে দেন স্থানীয়রা।