স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে :সোমবার ধলাই জেলা সফরে গেলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকার। এদিন সন্ধ্যা নাগাদ জহরনগর স্থিত ধলাই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে জেলার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন মহকুমা পুলিশ আধিকারিক এবং বিভিন্ন থানার ওসি সহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন।
উনার সাথে ছিলেন ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ, ধলাই জেলা পুলিশ সুপার মিহির লাল দাস সহ অন্যান্য আধিকারিক। পরে তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে জানান, গত কয়েকদিন ধরে তিনি রাজ্যের সমস্ত জেলা সফরে যাচ্ছেন। জেলাগুলোর আইন-শৃঙ্খলা বিষয় খতিয়ে দেখছেন। তবে রাজ্যের আইনশৃঙ্খলা বিগত বছর তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে।অপরাধমূলক ঘটনা রুখতে এবং আইনশৃঙ্খলা আরো উন্নতি ঘটাতে পুলিশ প্রশাসন আগামী দিন জনগণের সহযোগিতা নিয়ে কাজ করতে চায়।