Wednesday, August 17, 2022
বাড়িরাজ্যআচমকা বন্ধ লিফট, সৃষ্টি হয় চাঞ্চল্য

আচমকা বন্ধ লিফট, সৃষ্টি হয় চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : বৃহস্পতিবার আচমকা আই জি এম হাসপাতালে লিফট নষ্ট হয়ে পড়ে। শুরু হয় চিৎকার চেচামেচি। এ ধরনের আজব কান্ডের সাক্ষী রয়ে গেল হাসপাতালের রোগীর পরিজনেরা। জানা যায় এদিন দুপুরে মেডিসিন বিভাগে রোগী পরিজনেরা পাঁচ তলায় ওঠার সময় আচমকা আটকে পড়ে লিফট।

 শুরু হয় ভেতর থেকে চিৎকার চেচামেচি এবং সিকিউরিটি গার্ডের দৌড়ঝাঁপ। দীর্ঘ দশ মিনিট পর বহু প্রচেষ্টায় লিফট খুলতে সক্ষম হয়। বের হয়ে আসে লিফটে আটকে পড়া মানুষ। স্বস্তি ফিরে আসে আটকে পড়া রুগীর পরিজনদের মধ্যে। তবে দীর্ঘক্ষন বিকল ছিল লিফট পরিষেবা। পাশের লিফটটিও গত কয়েকদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে বলে জানা যায় রোগী পরিজনদের কাছ থেকে। পরবর্তী সময় একটি লিফট মেরামত করে পরিষেবা শুরু হয়। দুটি লিফক বন্ধ থাকায় সময়ে বহু রুগী এবং রোগীর পরিজনদের পায়ে হেঁটে পাঁচ তলায় উঠা নামা করতে হয়েছে। বিশেষ করে দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। এ ধরনের করুণ চিত্র হাসপাতালে নতুন নয়। গত কয়েক মাস যাবত লিফট পরিষেবার মুখ থুবড়ে পড়ায় অসহনীয় অবস্থা রোগীর পরিজনদের। এভাবেই লিফট আটকে পড়লে রোগী এবং রোগীর পরিজন হূদরোগে আক্রান্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে দীর্ঘদিন যাবৎ এভাবে লিফট পরিষেবা নষ্ট হয়ে থাকার পরেও কেন কর্তৃপক্ষ চরম গাফিলতির করে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য