আগরতলা, ২ জুন (হি.স.) : ত্রিপুরায় এলেন বিজেপির নির্বাচনী প্রভারী কৈলাশ বিজয়বর্গীয়। দলের রাজ্য প্রভারী বিনোদ সোনকর আজ তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করার প্রবল সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৩ জুন ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জুন মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ। বামফ্রন্ট ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সুরমা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী মনোনয়ন পত্র জমাও দিয়ে ফেলেছেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেনি।
বিজেপি সূত্রের খবর, উপনির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বুধবার দলের কোর কমিটির বৈঠকে দফায় দফায় আলোচনা হয়েছে। একাধিক প্রার্থীর নাম বাছাই করা হয়েছে। দলের নির্বাচনী প্রভারী ত্রিপুরায় এসেই বৈঠকে বসেছেন। ওই বৈঠকে প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা, রাজ্য প্রভারী বিনোদ সোনকর সহ শীর্ষ নেতৃত্ব রয়েছেন। আজ বিকেলে বিজেপি সাংবাদিক সম্মেলন ডেকেছে। ধারণা করা হচ্ছে, তখনই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।