স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে : আই এন পি টি নেতৃত্ব ভুবন চরণ দেববর্মার নেতৃত্বে নয় জন সক্রিয় কর্মী কংগ্রেস দলে যোগদান করেন। পাশাপাশি টাকারজলার তিপরা মথা দলের দুজনে কংগ্রেস দলে যোগদান করেন। ৯ জন আইএনপিটি এবং দুজন তিপরা মথার নেতৃত্বে মোট ৪২ জন ভোটার আজ কংগ্রেস দলে যোগদান করেন। তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, আদিবাসী কংগ্রেস নেতা শব্দকুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব।
বিধায়ক সুদীপ রায় বর্মন জানান, ভুবন চরণ দেববর্মা, উপানন্দ দেববর্মা, বিশ্বনন্দ দেববর্মা, বিক্রম দেববর্মা, খগেন্দ্র দেববর্মা, দেবাশীষ দেববর্মা, বীরচন্দ্র দেববর্মা এবং প্রদীপ কুমার শীলও সহ কয়েকজন নেতৃত্বের দ্বারা ৪২ জন ভোটার কংগ্রেস বলে শামিল হয়েছে। তাদের সাথে টাকারজলা বিধানসভা কেন্দ্রের তিপরা মথার নেতৃত্ব সুধীর দেববর্মা এবং শচীন্দ্র দেববর্মা কংগ্রেস দলে যোগদান করেন। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে রাজ্যে। আঞ্চলিক দলগুলি তাদের ব্যবহার করে গেছে। যোগদানকারীরা জানিয়েছেন এ রাজ্যে আদিবাসীদের জন্য যা উন্নয়ন হয়েছে তা কংগ্রেসই করেছে। এছাড়া কোন রাজনৈতিক দল এগিয়ে আসেনি। আগামী দিন যদি কোন উন্নয়ন করে থাকে তাহলে কংগ্রেসই করবে। তাই এই আদিবাসী অংশের মানুষের ন্যায্য দাবি দেওয়া যদি পূরণ করতে হয় ভারতীয় কংগ্রেস দল ছাড়া অন্য কোন রাজনৈতিক দল করতে পারবে না। ত্রিপুরা রাজ্যে শিক্ষা, কাজ, স্বাস্থ্য-খাদ্য এবং বনাধিকার আইন কংগ্রেস করেছে আদিবাসীদের জন্য। তাই কংগ্রেসকে সরকারে প্রতিষ্ঠিত করতে তারা আগামী দিন আরও বহু মানুষকে কংগ্রেসের যোগদান করাবে বলে আশা ব্যক্ত করেন বিধায়ক সুদীপ রায় বর্মন।