স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে : রবিবার রাত দশটার সময় গোমতী জেলা শাসক তড়িৎ ক্রান্তি চাকমার সাথে প্রদ্যোত কিশোর দেববর্মণ দেখা করতে গিয়ে অপমানিত হন। দেখা করার সুযোগ দেননি জেলা শাসক। জেলা শাসক দেহরক্ষীদের দ্বারা সাফ জানিয়ে দিয়েছিলেন কোন কথা বলার থাকলে অফিসে আসার জন্য। শেষ পর্যন্ত অপমানিত হয়ে আগরতলা মুখী হলেন প্রদ্যোত।
এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান সরকারের দিকেই আঙ্গুল তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন এই ঘটনার প্রমাণ করে রাজ্যে অফিসার রাজ কায়েম রয়েছে। মুখ্যমন্ত্রী দুর্বল, পুরোপুরি ভাবে পুতুল নাচ নাচাচ্ছেন অফিসাররা। এটাই এর দৃষ্টান্ত। সুতরাং অফিসার রাজ যখন কোন রাজ্যে কায়েম হয়, তখন এ ধরনের ঘটনা প্রত্যাশিত। এমন খবর আছে, যারা মন্ত্রী রয়েছেন তাদের কথা পর্যন্ত রাজ্যের অফিসাররা শোনেন না। রাজ্যের অফিসাররা শুধু একজনের কথাই খানিকটা শুনেন, তিনি হলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অর্থাৎ, এ রাজ্যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম হয়ে আছে। তাই প্রশাসনের এ, বি, সি, ডি না জানা মুখ্যমন্ত্রী দুর্বল। যার দরুণ অফিসারদের এ ধরনের ব্যবহার করাটাই স্বাভাবিক।