Thursday, July 10, 2025
বাড়িরাজ্যকাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে : ২৬ মে কাজী নজরুল ইসলামের জন্মদিন। সোমবার দিনটি যথাযথ মর্যাদার সাথে রাজ্যে উদযাপন করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা স্থিত নজরুল কলাক্ষেত্রে। তথ্য ও সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তিনি কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। মন্ত্রী টিংকু রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজ কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী।

 কাজী নজরুল ইসলামের দ্বারা তৎকালীন সময়ে যুবসমাজ স্বাধীনতা আন্দোলনের জন্য উৎসাহী হয়েছিলেন। আজকের দিনেও কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক। কাজী নজরুল ইসলামের ভাবনার চিন্তার আজও প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, কাজী নজরুল ইসলামকে যত জানবে তত ভারতের সংস্কৃতির অগ্রগতি হবে। আজকের দিনে দাড়িয়ে কাজী নজরুল ইসলামকে জানা সকলের মূল লক্ষ্য। মন্ত্রী আরো বলেন বর্তমান সরকারের আমলে হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বিগত সরকার যেগুলি নিয়ে কখনো ভাবেনি সেগুলো নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে এদিন অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের কচিকাঁচারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!