স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে : সোমবার সকালে রাজধানীর হকার্স কর্নারের এক বিদ্যুতিক খুঁটিতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। পথ চলতি মানুষ আগুন দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সোমবার সকালে বিদ্যুতিক খুঁটির মধ্যে দাউ দাউ করে আগুন দেখতে পায়।
সাথে সাথে খবর দেয় দমকল কর্মীদের। কাল বিলম্ব না করে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগায়। দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। স্থানীয়দের ধারণা ওভারলোডের কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। যদি রাতের বেলা হতো তাহলে বড়সড়ো-বিপত্তির আশঙ্কা ছিল বলে মনে করছে তারা।