স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে : সুশাসন জামানায় সাত বছরের শিশু কন্যা পর্যন্ত পাশবিক লালসার শিকার। ঘটনাটি ঘটেছে রাজধানীর মধ্য ডুকলি এলাকায়। অভিযুক্তের নাম প্রসেনজিৎ পাল। সম্প্রতি অভিযুক্ত এই ঘটনা সংঘটিত করার পর পলাতক ছিল। ২৪ মে অভিযুক্তকে আটক করেছে পশ্চিম মহিলা থানার পুলিশ। সোমবার অভিযুক্তির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলো এলাকার মহিলারা। তারা আগরতলা পৌর নিগমের ৪৪ নং ওয়ার্ড অফিস ঘেরাও করে এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের সাথে দেখা করেন।
এলাকা মহিলাদের অভিযোগ অভিযুক্ত প্রসেনজিৎ পাল দীর্ঘদিন আগে জোড়া খুনের ঘটনায় জড়িত ছিল। কিন্তু তার সুষ্ঠু বিচার হয়নি। এবার এলাকার এক সাত বছরের নাবালিকার উপর তার পাশবিক লালসা মিটিয়েছে। বর্তমান সরকারের আমলে মহিলাদের ক্ষমতা দেওয়া হয়েছে। তাই মহিলা হয়ে আক্রান্ত শিশু কন্যার পাশে দাঁড়িয়েছেন। যাতে অভিযুক্তের চূড়ান্ত সাজা হয়। পাশাপাশি অভিযুক্ত প্রসেনজিতের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করতে হবে। এলাকার বিধায়ক আশ্বস্ত করেছেন অভিযুক্তের চূড়ান্ত সাজা হবে। নাহলে যতদূর যাওয়ার তারা ততদূর এগুবে অভিযুক্তের কঠোর শাস্তির জন্য। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত নাবালিকাকে সঠিক বিচার পাইয়ে দিতে পারে কিনা। এদিন বিধায়কের সাথে ওয়ার্ড অফিসে স্থানীয় কাউন্সিলর এবং অরুন্ধতী নগর থানার ওসি ছিলেন। কিভাবে অভিযুক্তের কঠোর শাস্তি দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়।