স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে : আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া দাস পাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল আমতলী থানার পুলিশ। পুলিশ জানায় তাদের কাছে অভিযোগ আসার পর তারা তদন্তে নেমে আগরতলা জয়নগর এলাকার সোহেল মিয়া নামে এক যুবককে আটক করে।
পুলিশ তার কাছ থেকে স্বর্ণের চেইন আটক করে। তার বিরুদ্ধে অভিযোগ এই স্বর্ণের চেইনের সাথে আরো একটি হাতের বালা চুরি করেছিল সে। তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে আরো কারা জড়িত রয়েছে তার সাথে। এমনটাই জানান আমতলী থানার পুলিশ।