স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে :১০ টি মোবাইল ও তিন হাজার টাকা সহ রাহুল দত্ত নামে এক জনকে আটক করল আগরতলা পশ্চিম থানার পুলিশ। গত ১৫ মে রাতেরবেলা কিছু অজ্ঞাত ব্যক্তি কৃষ্ণনগর স্থিত একটি বেসরকারি হাসপাতালে প্রবেশ করে প্রণামি বাক্সটি চুরি করে নিয়ে যায়।
হাসপাতালের ম্যানেজার প্রসেনজিত মজুমদারের অভিযোগের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়। যার নাম্বার No- 2025WAG053 dated 25/05/2025 U/S 305/331(4)/3(5) of BNS । পরবর্তী সময় পুলিশ একটা টিম গঠন করে তদন্ত নেমে সিসিটিভি দেখে রাহুল দত্ত নামে একজনকে আটক করে। তার বাড়ী নন্দন নগর এলাকায়। জিজ্ঞাসা বাদে তার কাছ থেকে মোবাইল সহ চুরি যাওয়া তিন হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যেগুলি প্রণামী বাক্সে ছিল। সোমবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।