স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : বুধবার হাইকোর্টের অডিটোরিয়ামে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি ত্রিপুরা ট্রাফিক ই-চালান কেসের জন্য ভার্চুয়াল কোর্টের উদ্বোধন করেন।
বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি এস জি চট্টোপাধ্যায় , এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব সহ অন্যান্যরা। ত্রিপুরার বিচার ব্যবস্থার জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ। এখন থেকে মানুষকে আদালতে মুখী হতে হবে না জরিমানা দিতে। প্রত্যেকে ভারত বর্ষের সংবিধানের ছাতারা নিচে রয়েছে। তাই এই ছাতার নীচে থেকে প্রত্যেকের দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া বলে জানান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি।