স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : শহর এলাকায় রাজনীতি দলের পতাকা খুলতে অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্কফোর্স। বুধবার সকালে আগরতলা পুর নিগমের অন্তর্গত রাস্তার পাশে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, বিভিন্ন প্রচার সজ্জা খুলে নেওয়া হয়। এদিন শহরের বিভিন্ন এলাকায় আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স শহরে অভিযানে চালায়। টাস্ক ফোর্সের এক কর্মী জানান পুর নিগম থেকে নির্দেশকা জারি করা হয়েছে। সেই মোতাবেক কাজ করছেন তারা।
কিন্তু এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক জানান, এখন মাঠে আর বিজিপি নেই। কারণ বিজেপি সমস্ত কোন কর্মী নেই। যে যুব সমাজ লড়াই করে বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল, তারা বিজেপি থেকে সরে গেছে। তাই সরকারি প্রশাসনকে যতটা কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়, তা চাইছে বিজেপি। তাই তৃণমূল কংগ্রেস পতাকা লাগানো পর পুর নিগম থেকে সব পতাকা খুলে নেওয়া হচ্ছে। কিন্তু শাসক দলের কোন পতাকা খোলা হচ্ছে না। কিন্তু এভাবে কোনো রাজনৈতিক দলের পতাকা খোলা ক্ষমতা নেই পুর নিগমের টাস্কফোর্সের। পতাকা খুলতে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হয়। নির্বাচন কমিশনার যদি দেখে নির্বাচনী নির্দেশিকার বাইরে গিয়ে পতাকা লাগানো হচ্ছে তাহলে সে পতাকা খুলে নিতে রাজনৈতিক দলকে নির্দেশ দিতে পারেন নির্বাচন কমিশনার। কিন্তু এইভাবে পতাকা খুলে নেওয়া সম্পূর্ন ভাবে বেআইনি বলে মনে করেন সুবল ভৌমিক। পুর নিগম কার অনুমতি নিয়ে পতাকা খুলছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবে। এবং নিগমের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দেয়ার দাবি জানানো হবে।