স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : রাজধানীর দুটি স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্র এবং ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র। দুটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দল শাসক দলকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন।
টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর আশীষ কুমার সাহা। বুধবার আশীষ কুমার সাহা ডিম সাগর এলাকা সহ শহরের বদলে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। পচারের পর তিনি জানান মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। বর্তমান শাসকদল শুধু ব্যর্থ নয়, তারা কোনো শৃঙ্খলাকে পাত্তা দেয় না। চার বছরে বাইক বাহিনী দিয়ে শুধু রাজনৈতিক সন্ত্রাস করে গেছে। মানুষকে শারীরিকভাবে নির্যাতন এবং বাড়িঘর, সম্পত্তির লুটপাট হয়েছে। প্রশাসন এবং সংগঠনের যুগলের বিজেপি বাইক বাহিনী দিয়ে যে সন্ত্রাস সৃষ্টি করেছে এটা কখনো রাজ্যবাসী মনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। পরিবর্তনের মধ্য দিয়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য। তাই কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে জনগণের আশীর্বাদ চাওয়া হচ্ছে বলে জানান আশীষ কুমার সাহা। আরো বলেন কংগ্রেসের বিশ্বাস মানুষ পরিবর্তনের দিকে হাটছে। আর উপনির্বাচন হবে এর একটি মাইলস্টোন। এই মাইলস্টোনকে কাজে লাগিয়ে আগামী ২০২৩ -এ সরকার প্রতিষ্ঠা করে জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে পারবে কংগ্রেস। এমনটাই আশা ব্যক্ত করলেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আশীষ কুমার সাহা।