স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ মে : অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। রাজধানীর একটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কনভেনশন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সর্বভারতীয় অসংগঠিত শ্রমিক সংগঠনের চেয়ারম্যান, অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সভাপতি শান্তনু পাল সহ অন্যান্যরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের কনভেনশনে সমগ্র রাজ্য থেকে সংগঠনের নেতৃত্বরা অংশগ্রহণ করেছে। অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে সামিল হয়। অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এইদিনের সম্মেলনে আলোচনা করা হবে। পাশাপাশি আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হবে।

