Friday, June 20, 2025
বাড়িরাজ্যজিবি-তে শয্যার অভাব আশঙ্কাজনক রোগীর বিনা চিকিৎসায় মৃত্যু

জিবি-তে শয্যার অভাব আশঙ্কাজনক রোগীর বিনা চিকিৎসায় মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ মে : রাজ্যের সুনামধন্য জিবি হাসপাতালের বিরুদ্ধে আবারো গুরুতর অভিযোগ। চিকিৎসার অভাবে মৃত্যু হল এক রোগীর। এই অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়লেন মৃতের পরিবার। জানা যায় মৃত যুবকের নাম প্রসেনজিৎ দেবনাথ, বয়স ৩৩ বছর। তার বাড়ি শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ির কুমোরটিলা এলাকায়। ১৮ মে রবিবার রাতে জোলাইবাড়ি বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে প্রসেনজিৎ। গুরুতর আহত অবস্থায় দমকল কর্মীরা তাকে প্রথমে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

সেখানে থেকে তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। পরবর্তী সময় আশঙ্কা জনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। রবিবার রাতে জিবি হাসপাতালের ডাক্তার ধ্রুব দাস প্রসেনজিৎকে জিবি হাসপাতালে ভর্তি করে জানায় প্রসেনজিৎ-এর অপারেশন করতে হবে। রক্ত যোগার করার জন্য। প্রসেনজিৎ-এর পরিবার রক্তের যোগার করে। তারপর দফায় দফায় বেশ কয়েকবার প্রসেনজিৎ-এর অপারেশনের জন্য সময় দেওয়া হয়। কিন্তু বুধবার বিকাল পর্যন্ত অপারেশন করা হয় নি। শেষ পর্যন্ত বুধবার রাতে জিবি হাসপাতালে প্রসেনজিৎ-এর মৃত্যু হয় বলে জানান প্রসেনজিৎ-এর এক ভাই। সংবাদ মাধ্যমকে মৃতের ভাই আরো জানান, মঙ্গলবার রাতে রোগীকে দেখতে এসে কর্তব্যরত চিকিৎসক নার্সকে বলেছিলেন আইসিইউতে এখনো শয্যার ব্যবস্থা হয়নি। প্রসেনজিৎকে অপারেশন করার পর রাখার বন্দোবস্ত নেই আইসিইউ-র মধ্যে। তাই সময়মতো সার্জারি করেনি বলে অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন মৃতের ভাই। পাশাপাশি জিবি হাসপাতালে মেডিকেল সুপারের কাছে গিয়ে অভিযোগ করেছেন মৃতের পরিবার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য